ঢাকা, ০৩ মে- ঘূর্ণিঝড় ফণীর আঘাত হানার কারণে বাংলাদেশ এবং লাওসকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে ঘূর্ণি ঝড়ের আঘাত হানার কারণে ম্যাচ স্থগিত করে দুদলকে যুগ্ম ভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ফণী-র কারণে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপের ফাইনাল মাঠেই গড়াতে পারেনি। শুরুর কথা থাকলেও ভারি মাঠের জন্য তা সম্ভব হয়নি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের পানি নিষ্কাসন ব্যবস্থা এমনতেই ভালো নয়। হালকা বৃষ্টিতেই মাঠের বিভিন্ন জায়গায় জমে যায় পানি। এদিনও বেশ কয়েক জায়গায় পানি জমে আছে। এ পানি সরানোর জন্য অবশ্য কোন ব্যবস্থাই নেইনি বাফুফে। এমনকি জ্বালানো হয়নি ফ্ল্যাড লাইটও। তাই শেষ পর্যন্ত বাতিল হল এ ম্যাচ। তাই দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। সেমিফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে লাওস বিধ্বস্ত করে কিরগিজস্তানকে। ৭-১ গোলে উড়িয়ে দিয়েই ফাইনালের টিকেট কাটে দলটি। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VG75uE
May 04, 2019 at 04:01AM
03 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top