ঢাকা, ১৪ মে- সাবেক স্বামীর সঙ্গে সম্পর্কে জড়ানো ভুল ছিল বলে দাবি করেছেন কণ্ঠশিল্পী মিলা ইসলাম। একই সঙ্গে তিনি দাবি করেন, সম্পর্কে জড়ানোর সময় তিনি এতটাই বোকা ছিলেন যে, রাস্তা থেকে একজন কমলা লেবুওয়ালা এসে তাকে বিয়ের প্রস্তাব দিলে তাকেও বিয়ে তিনি করতেন। সম্প্রতি দেশের একটি এফএম রেডিওতে রাতের আড্ডায় উপস্থিত হয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন মিলা ইসলাম। সেখানে তার সাবেক স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন এই পপ তারকা। উপস্থাপকের এক প্রশ্নের জবাবে মিলা বলেন, অবশ্যই আমাদের সম্পর্কটা ভুল ছিল। ওর সাথে আমার যখন প্রেম হইছে, আমার এখন মনে হচ্ছে, তখন আমি এতোই বোকা ছিলাম যে, রাস্তা থেকে একটা কমলা লেবুওয়াল...। আমি যদি একটু টেকনিক্যাল হতাম তাহলে আমি তাকে কখনো বিয়ে করতাম না। ওকে বিয়ে করেছি মানে, ওই সময় একজন কমলা লেবুওয়ালা আসলেও আমি তাকে বিয়ে করে ফেলতাম। মিলা আরও বলেন, আমি সমাজ-পরিবার থেকে যেসব মূল্যবোধগুলো শিখেছি, যেগুলোর বিপক্ষে গেলে আমি কথা বলেছি। প্রশ্নবিদ্ধ হলেও সেটা সমাজের জন্য ভালো। তাছাড়া একজন রকস্টার হিসেবেও আমার এটা আমার দায়িত্ব। সূত্র: বিডি২৪লাইভ আর এস/ ১৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/30jd8om
May 14, 2019 at 04:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top