ঢাকা, ১৯ মে- বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র ১১ দিন বাকি। এর আগে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাস নিয়ে ডাবলিন থেকে লন্ডনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দেশে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সঙ্গে নিয়ে এসেছেন ঐতিহাসিক শিরোপা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাশরাফি। তার সঙ্গে এসেছেন সিরিজজয়ী দলের আরো তিন সদস্য। তাদের অভ্যর্থনা জানান বিসিবি পরিচালক জালাল ইউনুস, ইসমাইল হায়দার মল্লিক, মাহবুবুল আনাম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও ছিলেন। আগেই জানা গিয়েছিল, ত্রিদেশীয় সিরিজ শেষে দেশে ফিরবেন মাশরাফি। তিনদিন বিশ্রামে থাকবেন তিনি। আগামী ২৬ মে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এর আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। মাশরাফির সঙ্গে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ, ইয়াসির রাব্বি ও নাঈম হাসান। ফরহাদ রেজা রোববার সকালের ফ্লাইটে ফিরবেন। আর তামিম ইকবাল আয়ারল্যান্ড থেকে দুবাই যাচ্ছেন। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ২৩ মে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। সূত্র: যুগান্তর আর এস/ ১৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2w310Ki
May 18, 2019 at 10:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top