কলকাতা, ১৩ মে- সমাজের সব অংশের মানুষকে পাশে নিয়ে রাজনীতির পথে চলতে চান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই কারণেই যাদবপুর লোকসভা কেন্দ্রে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে টিকিট দিয়েছেন তিনি। যেমন টিকিট দিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান, অভিনেতা দেবকে। যেমন এবারও টিকিট দিয়েছেন শতাব্দী রায়কে। রবিবার যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর ও সোনারপুরে দলীয় প্রার্থী মিমির সমর্থনে প্রচার করতে এসে মমতা বলেন, এক সংসারে সবার থাকা উচিত। তৃণমূলের পরিবারে যেমন চিকিৎসক আছেন, তেমনই খেলোয়াড়ও আছেন। এছাড়াও অভিনেতাঅভিনেত্রী, সঙ্গীতশিল্পী অনেকেই রয়েছেন। মমতা বলেছেন, আমি সর্বস্তরের মানুষকে মর্যাদা দিতে চাই। মিমিও তাই আমাদের প্রার্থী হয়েছে। যাদবপুরে এবার ভোটে দাঁড়িয়েছেন সিপিএমের বিকাশ ভট্টাচার্য। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ও পেশায় আইনজীবী বিকাশের বিরুদ্ধেও এদিন মমতা বেশ কড়াভাষায় তোপ দেগেছেন। মমতার কথায়, উনি যখন মেয়র ছিলেন, তখন তো ওঁকে পাওয়াই যেত না! এক কোমর জল জমেছিল একবার কলকাতায়। কেউ খুঁজে পায়নি ওঁকে। কোনও কাজও করেননি। এমন মানুষকে ভোট দেবেন কেন আপনারা? সভায় মিমি ছাড়াও ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, স্থানীয় বিধায়ক ফিরদৌসি বেগম প্রমুখ। মমতার ভাষণের আগে অবশ্য মিমিও সংক্ষেপে বক্তৃতা করেন। ভোটের রাজনীতিতে কার্যত আনকোরা অভিনেত্রী বলেন, দিদির কাছে আমি কৃতজ্ঞ। কারণ, এই কেন্দ্রে উনি আমায় প্রার্থী করেছেন। যেটা আগে দখলে ছিল, আগামী দিনেও সেটা দখলে থাকবে। দিদি আমাদের পাশে থাকবেন সবসময়। আর এস/ ১৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Q2QLyy
May 13, 2019 at 08:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top