বিশ্বনাথে ২২ দিন ধরে এক সন্তানের জননী নিখোঁজ

60041741_876016546076726_284859101702258688_nবিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থেকে ২২ দিন ধরে মনিরা বেগম (৩০) নামের এক সন্তানের জননী নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার লামাকাজী ইউনিয়নের দূর্লভপুর গ্রামের মৃত আব্দুল ছাত্তারের মেয়ে। স্বামী পরিত্যক্তা মনিরা বেগম দীর্ঘদিন যাবৎ নিজ পিত্রালয়ে বসবাস করে আসছেন। তিনি গত ২০ এপ্রিল বিকেলে উপজেলার তেলিকোনা গ্রামে ছিদ্দেক আলী আহমদ শাহ (র.) মাজারের বার্ষিক উরুসে অংশগ্রহনের জন্য বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়িতে না ফেরায় তার ব্যবহৃত মোবাইল ফোনে পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্ঠা করেন। কিন্ত মোবাইল ফোনটি বন্ধা পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয়-স্বজনদের অবগত করে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এব্যাপারে শনিবার (১১ মে) বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজের বড় ভাই শফিক আলী। ডায়েরী নং-৫২৫।

নিখোঁজের সময় মনিরা বেগমের পড়ছে ছিল ছিটের থ্রী পিছ কাপড়, তার উচ্চতা ৫ফুট, শারীরিক গড়ন হারকা-পাতলা, চুলের বর্ণ ও ধরণ কালো, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার ও চোখের বর্ণ কালো। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। কোন হৃদয়বান ব্যক্তি উক্ত নিখোঁজ মহিলার সন্ধান পেয়ে থাকলে ০১৭১৫-৯২৮৮০৩ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন নিখোঁজ মনিরা বেগমের বড় ভাই শফিক আলী।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2HhmJDj

May 12, 2019 at 08:38PM
12 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top