বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সদ্যই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরোপা জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপেও দুর্দান্ত ক্রিকেট খেলবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি। এমন প্রত্যাশাই করছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে। বাংলাদেশ দল নিয়ে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে বলেন, বাংলাদেশকে হালকাভাবে নেয়ার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন সেই সুযোগই নেই। গত কয়েক বছর ধরে তারা খুবই ভালো করছে। ভারতের সাবেক অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে আরও বলেন, মাশরাফি মুর্তজার মতো অসাধারণ একজন নেতা আছে টাইগার দলে। সে দলকে উজ্জীবিত রাখে এবং ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে জানে। সে যখন নেতৃত্ব দেয়, আমরা এক ভিন্ন বাংলাদেশকে দেখি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ৬১৯ উইকেট শিকার করেন কুম্বলে। ইতিহাসের অন্যতম সফল এ ক্রিকেটার টাইগারদের নিয়ে বলেন, তামিম, সাকিব ও মুশফিকুর বছরের পর বছর ভালো খেলে যাচ্ছে। তামিম বিশ্বের অন্যতম সেরা ওপেনার। তাদের সামর্থ্য নিয়ে সংশয়ের কোনো জায়গা নেই। তিনি আরও বলেন, এমনিতে তারা ভালো খেলে, কিন্তু নকআউট ম্যাচে কেন যেন নিজেদের মেলে ধরতে পারে না। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সেটা দেখেছি আমরা। বিশ্বকাপে এই বাধা পেরোনোই হবে বাংলাদেশের জন্য আসল চ্যালেঞ্জ। সূত্র: যুগান্তর আর এস/ ২১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2JWXEke
May 21, 2019 at 06:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top