মুম্বাই, ২৪ মে- দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হলের নরন্দ্রে মোদি। বৃহস্পতিবার (২৩ মে) আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগ থেকেই অভিনন্দন ও শুভেচ্ছা পেতে শুরু করেছেন তিনি। বলিউডে বেশ জনপ্রিয় এই রাষ্ট্রনায়ক। তাই শুভেচ্ছা পাচ্ছেন তারকাদের কাছ থেকেও। সেই তালিকায় রয়েছেন বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপও। তবে উৎসবমুখর পরিবেশে নরেন্দ্র মোদির এক অনুগামী ঘটিয়ে বসলেন অপ্রীতিকর এক কাণ্ড। ইন্সট্রাগ্রাম পোস্টে সরাসরি পরিচালক অনুরাগের মেয়েকে ধর্ষণের হুমকি দিলেন তিনি। আর এতেই চটেছেন পরিচালক। মোদিকে শুভেচ্ছা বার্তায় ওই অনুগামীর এমন অসভ্য আচরণের জন্যও অভিযোগ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, রাম সাংঘাই এক ব্যক্তি, যিনি নিজেকে মোদির অনুরাগী বলে দাবি করেন। তার নামের আগে বসানো রয়েছে চৌকিদার শব্দ। বৃহস্পতিবার মোদি ভক্তের এমন আচরণে অনুরাগের টুইটে এক উদ্বিগ্ন বাবার মনের আশঙ্কার কথাই প্রকাশ হয়েছে। অনুরাগ মোদিকে টুইট করে লিখেন, প্রিয় নরেন্দ্র মোদি স্যার, শুভেচ্ছা আপনার জয়ের জন্য। দয়া করে বলুন, আপনার অনুগামী যারা এই জয়কে আমার মেয়েকে হুমকি দেওয়ার মাধ্যমে পালন করছে, তাদের সঙ্গে কী আচরণ করব। অনুরাগের এই টুইটটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি নরেন্দ্র মোদি। Dear @narendramodi sir. Congratulations on your victory and thank you for the message of inclusiveness. Sir please also tell us how do we deal with these followers of yours who celebrate your victory by threatening my daughter with messages like this for me being your dissenter. pic.twitter.com/jC7jYVBCi8 Anurag Kashyap (@anuragkashyap72) May 23, 2019 এন এ/ ২৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2HUj1A5
May 24, 2019 at 09:45AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top