মাগুরা, ৩০ মে- ক্যামেরার সামনে কথা বলা নতুন কিছু নয় শিরিন আকতারের কাছে। এক দিনের ক্রিকেটে বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানের মা এর আগে অনেকবার দাঁড়িয়েছেন গণমাধ্যমের সামনে। তাই বেশ সহজভাবেই লাইফবয়ের মা দিবসের বিজ্ঞাপনচিত্রের শুটিং সামলে নিয়েছেন তিনি। ২৬ মে কথা হয় শিরিন আকতারের সঙ্গে। জানতে চাই তাঁর কাছে বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করার অভিজ্ঞতার কথা। শিরিন আকতার বললেন, ওরা যখন প্রথমে ফোন করেছিল, তখন আমি মাগুরায় ছিলাম। আমার ঢাকায় যাওয়ার কথা ছিল, তাই ওদের বলেছিলাম ঢাকাতেই সময় দেব। তবে ওদের সময়ের বাধ্যবাধকতা ছিল, তাই শেষ পর্যন্ত মাগুরাতেই আসে তারা। তারপর কী হলো? শিরিন আকতার হাসলেন। বললেন, তোমরা যেভাবে প্রশ্ন করো ওরাও বিভিন্ন প্রশ্ন করে উত্তর নিয়ে চলে গেল। ক্যারিয়ার শুরুর পর অনেক টেলিভিশন বিজ্ঞাপনে ছেলেকে দেখেছেন মা। এবার নিজেই এসেছেন টেলিভিশনের পর্দায়। বিষয়টি কেমন লেগেছে? এ প্রশ্নেরও সরল উত্তর এই গৃহিণীর। বললেন, ভালোই লেগেছে। ছেলেকে ছাড়া বেশ কয়েকটি ঈদ কেটেছে মায়ের। একটু মন খারাপ হলেও বিষয়টি এখন মেনে নিয়েছেন শিরিন আকতার। ছেলে যখন মাঠে ভালো খেলে, তখন সবকিছু ভুলে যান মা। তবে এবারের ঈদ ছেলের সঙ্গে কাটানোর সম্ভাবনা আছে তাঁর। জানালেন জুনের প্রথম সপ্তাহেই ইংল্যান্ডে যাওয়ার কথা রয়েছে। সঙ্গে যাবেন স্বামী মাসরুর রেজাও। শিরিন আকতার জানালেন এক চমকপ্রদ তথ্য। এত বছরেও স্টেডিয়ামে বসে নাকি তিনি সরাসরি দেখেননি ছেলে সাকিব আল হাসানের খেলা। স্টেডিয়ামে গেলে আমার কেমন অস্থির লাগে। একসময় মিরপুরে যখন সাকিবের বাসা ছিল, তখন সন্ধ্যায় আমাকে স্টেডিয়ামে হাঁটতে নিয়ে যেত। আমি একদিন গিয়েই বললাম, আমি এখানে আর হাঁটতে আসব না। ফাঁকা স্টেডিয়ামেই কেমন যেন লাগছিল আমার। এবার তো যাচ্ছেন ইংল্যান্ডে বিশ্বকাপ খেলা দেখতেই। এবার কি স্টেডিয়ামে বসে ছেলের খেলা দেখা হবে সাকিব আল হাসানের মায়ের। শিরিন আকতার বলেন, আগে যাই তো, মাঠে গিয়ে না হোটেলে বসে খেলা দেখব, তখন দেখা যাবে। বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো খেলুক, সেটাই আসল ব্যাপার। কথা বলে বোঝা গেল, এবার হয়তো মাকে মাঠে নিয়েই ছাড়বেন সাকিব আল হাসান। সূত্র: প্রথম আলো আর/০৮:১৪/৩০ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VYQZIs
May 30, 2019 at 04:52AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন