কলকাতা, ২৫ মে- পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা রুখতে রাজ্যবাসীর কাছে শান্তির আবেদন জানালেন রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী। এদিন তিনি এক বিবৃতিতে একথা জানিয়েছেন রাজ্যপাল। আহ্বানে তিনি বলেছেন, রাজ্যের ঐতিহ্য বজায় রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। তবেই রাজ্যে উন্নয়ন সম্ভব। এদিন লোকসভা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান তিনি। গত বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত সহিংসতা। কোচবিহার, মেদিনীপুর-সহ একাধিক জায়গায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিস দখল করার অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন তৃণমূলকর্মীরা। তবে বিজেপির পক্ষ থেকে এই ধরনের সহিংসতায় দলের সমর্থন নেই বলে স্পষ্ট করা হয়েছে। শান্তির আহ্বান করা হয়েছে দলের পক্ষ থেকে। আর/০৮:১৪/২৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2QnhYMN
May 25, 2019 at 12:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top