ডাবলিন, ১৭ মে- আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেই সাকিব আল হাসান। পিঠের বাঁ পাশের পেশির চোটের কারণে সাকিবকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। শুক্রবার ডাবলিনের ম্যালাহাইডে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচে ইনজুরির কারণে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন লিটন দাস। সাকিবকে নিয়ে এর আগে অধিনায়ক মাশরাফি জানান, সাকিবকে ছাড়াই শিরোপা জয়ের বিশ্বাস আছে দলের। তিনি বলেন, সাকিব কত গুরুত্বপূর্ণ বা কত বড় ক্রিকেটার, সেটা আমার মুখ থেকে শুনতে হবে না। সাকিব বাংলাদেশের জন্য কী করে বা কত বড় ক্রিকেটার, সবাই জানে। মাশরাফি আরও বলেন, সাকিবকে ছাড়াও এই ম্যাচ জয়ের সামর্থ্য আমাদের আছে। আয়ারল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচে ব্যাটিংয়ের সময় কোমরে টান পড়ে বিশ্বসেরা অলরাউন্ডারের। সেই টান নিয়ে আরও কিছু সময় ব্যাটিং করেন। কিন্তু ব্যথা মারাত্মক আকার ধারণ করলে ক্যারিয়ারের ৪২ নম্বর হাফ সেঞ্চুরি করে মাঠ ছাড়েন। সাকিব যখন মাঠ ছাড়ছিলেন, তখন চোখেমুখে ফুটে উঠেছিল যন্ত্রণা। সূত্র: বিডি প্রতিদিন আর এস/ ১৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Vr6cSl
May 17, 2019 at 11:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top