বর্ণবিদ্বেষী গুন্ডামির শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। হাইস্কুলে পড়ার সময় তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটে বলে মন্তব্য তাঁর। ৩৬ বছরের অভিনেত্রী গত ডিসেম্বরেই মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোনাসের সঙ্গে বিয়ে করেছেন। ভারতে জন্ম হলেও, মাত্র ১৩ বছর বয়সেই মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। প্রিয়াঙ্কা বিভিন্ন মার্কিন দেশের বিভিন্ন প্রদেশে থেকেছেন। ম্যাসাচুসেটস, আইওয়া, কুইন্স ও নিউ ইয়র্কে থেকেছেন তিনি। সেখানেই বর্ণবিদ্বেষীদের হাতে শিকার হয়েছিলেন তিনি। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছেন, আমি বাদামি রঙের ছিলাম বলে আমার সঙ্গে অন্য ধরনের ব্যবহার করা হত। তিনি এ নিয়ে আরও জানান, হাইস্কুলে ক্লাস টেনে পড়ার সময় বর্ণবিদ্বেষী মনোভাবের শিকার হয়েছিলাম আমি। আমাকে ব্রাউনি, কারি, হাতির পিঠে ফিরে যাও যেখান থেকে এসেছ-- এ সব বলা হত। ছোট বয়সে তখন আমার খুবই খারাপ লাগত। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কার মত, ভবিষ্যত প্রজন্মের জন্য বিবিধের মাঝে ঐক্যের বিশ্ব গড়ে তুলতে চাই। আর এস/ ১৬ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WQMFMI
May 16, 2019 at 07:34PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন