কলকাতা, ১৯ মে- ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের শেষ ও সপ্তম দফার পশ্চিমবঙ্গসহ নয় রাজ্যের ৫৯ আসনে রোববার (১৯ মে) স্থানীয় সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গত ১১ এপ্রিল (শনিবার) শুরু হওয়া এ নির্বাচন এক মাসের বেশি সময় পার করে রোববার সম্পন্ন হবে। পশ্চিমবঙ্গের ৯ আসনগুলো- বারাসাত, বসিরহাট, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, যাদবপুর, জয়নগর ও মথুরাপুর। দমদম কেন্দ্রে ভোটে লড়াই চতুর্মুখী। এখানে লড়াইয়ের ময়দানে রয়েছে তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও বামদল। এই আসনে মোট ভোটার ১৫ লাখ ৫৬ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৭৬ হাজার ২৪০, নারী ভোটার ৭ লাখ ৮০ হাজার ৪৪০ এবং তৃতীয় লিঙ্গ ৪৫ জন ভোটার রয়েছেন। বারাসত লোকসভা কেন্দ্র রাজ্যের প্রধান চারটি রাজনৈতিক দল পৃথক পৃথকভাবে লড়াইয়ে আছেন। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ১০ হাজার। এর মধ্যে ভোটার, ৮ লাখ ৬৭ হাজার ৭৪, নারী ভোটার ৮ লাখ ৪২ হাজার ৮৯০, তৃতীয় লিঙ্গ ৪৬ জন। পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৬ লাখ ৭৫ হাজার ৫০০। এরমধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৬২ হাজার ৪১৮, নারী ভোটার ৮ লাখ ১৩ হাজার ৫৫ তৃতীয় লিঙ্গ ২৭ জন। এ কেন্দ্রে ভোটের ময়দানে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী নুসরত জাহান। রাজ্যের জয়নগর কেন্দ্রে মোট ভোটার ১৬ লাখ ৪৫ হাজার ২০৩। এরমধ্যে ১৮১০ পুরুষ ভোটার ৮ লাখ ৪৪ হাজার ৯৩৪ নারী ভোটার ৮ লাখ ২০৯ তৃতীয় লিঙ্গ ৬০ জন। কলকাতার পাশের জেলা দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর কেন্দ্রে মোট ভোটার ১৬ লাখ ৪৯ হাজার ৯৫৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৫১ হাজার, ৩৭৬ নারী ভোটার ৭ লাখ ৯৮ হাজার ৫৪৯ তৃতীয় লিঙ্গ ২৮ জন। ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইয়ে রয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার ১৭ লাখ ১২ হাজার ৬১২জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৮৩ হাজার, ৭৫৯ নারী ভোটার ৮ লাখ ২৮ হাজার ৭৯২, তৃতীয় লিঙ্গ ৬১ জন। যাদবপুর লোকসভা কেন্দ্র রাজ্যের চারটি রাজনৈতিক দল এখানে পৃথক পৃথকভাবে প্রার্থী দিলেও মূলত ত্রিমুখী লড়াই এই কেন্দ্রে। এই কেন্দ্রেই লড়ছেন তৃণমূলের সেলিব্রেটি প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই লোকসভা কেন্দ্রের মোট ভোটার ১৮ লাখ ২ হাজার ২৩৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার লাখ ২ হাজার ৫৪৯ মহিলা ভোটার ৮ লাখ ৯৯ হাজার ৬১১ তৃতীয় লিঙ্গ ১৪ জন। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র চারটিতে রাজনৈতিক দল মুখোমুখি লড়াইয়ে নেমেছেন। অ্যাডভান্টেজ তৃণমূল্যের দিকে হলেও লড়াই তুল্যমূল্য হবে বলেই অনুমান। এই কেন্দ্রে মোট ভোটার ১৭ লাখ ১৯ হাজার ৮২১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৯২ হাজার ১৭৫ নারী ভোটার ৮ লাখ ২৭ হাজার ৬১৩ তৃতীয় লিঙ্গ ৩৩ জন। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র চারটি রাজনৈতিক দল পৃথকভাবে লড়াইয়ে রয়েছে। যদিও এখানেও অ্যাডভান্টেজ তৃণমূল্যের। এই কেন্দ্রে মোট ভোটার ১৪ লাখ ৩৭ হাজার ৯১২ । এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৯১ হাজার ৩০৭ নারী ভোটার ৬ লাখ ৪৬ হাজার ৫৯০ তৃতীয় লিঙ্গ ১৫ জন। এদিকে, সপ্তম দফার ভোট পশ্চিমবঙ্গের কেন্দ্রেগুলোতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (১৮ মে) দিনগত রাতে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রোববার স্বাভাবিকভাবেই চলছে ভোটগ্রহণ বলে জানা গেছে। সকাল থেকেই কেন্দ্রগুলোর বাইরে অপেক্ষমান ভোটারদের দীর্ঘলাইন লক্ষ্য করা গেছে। এমএ/ ০৮:৩৩/ ১৯ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2w64RWP
May 19, 2019 at 04:59AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন