নয়া দিল্লি, ০২ মে- ক্রিকেটের সবচেয়ে মর্যাদার লড়াইয়ের বাকি আর মাত্র ২৭ দিন। সব দলের পাশাপাশি সাবেক ক্রিকেটারদের ব্যস্ততাও তুঙ্গে। সাবেক এই তারকারা একের পর এক বিশ্লেষণে তুলে ধরছেন, এবারের বিশ্বকাপে কে ফেবারিট, কে আন্ডার ডগ, আর কোন দল ডার্ক হর্স। এরই মধ্যে সাবেক কিংবদন্তী ক্রিকেটাররাও নিজেদের মতামত জানিয়েছেন এবারের আসর নিয়ে। এর আগে ভারতের সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীও এবারের বিশ্বকাপের ফেবারিট দলের নাম জানিয়েছেন। এবার জানালেন ডার্ক হর্স কারা। তার মতে, এবারের বিশ্বকাপ হবে বেশ জমজমাট। কোনো দলের জন্যই সহজ হবে না। কারণ, এবারের বিশ্বকাপে দশটি দলই খেলবে রাউন্ড রবিন লিগে। প্রতিটি দলকেই একে অপরের বিরুদ্ধে খেলতে হবে। সেক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। তবে এবারের বিশ্বকাপে সৌরভ গাঙ্গুলির কালো ঘোড়া ওয়েস্ট ইন্ডিজ। এ প্রসঙ্গে সৌরভের যুক্তি, আন্দ্রে রাসেল, কী নিদারুন ফর্মে রয়েছে! আমি বলছি, এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দুরন্ত দল। রাসেল, সাই হোপ, ক্রিস গেইল, ওসানে থমাস এবং সঙ্গে আরও অনেকে রয়েছে। আমার মতে, ওয়েস্ট ইন্ডিজ ডার্ক হর্স। এবং যেভাবে রাসেল খেলছে তাতে আমার মনে হয়, এবার ও(রাসেল) পার্থক্য গড়ে দেবে। সূত্র: গো নিউজ২৪ আর এস/ ০২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2vHk54F
May 03, 2019 at 02:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top