বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের বর্ষপূর্তি উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হয়েছে। একই সাথে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফল উৎক্ষেপণের বর্ষপূর্তি উদযাপন এবং সেবা বিপণন কার্যক্রমের উদ্বোধন করা হয়। শনিবার সকাল চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে জেলা প্রশাসন আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী, সদর উপজেলা নির্বাহী অফিসার  আলমগীর হোসেন।
আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৫-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2LVxHny

May 18, 2019 at 08:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top