ডাবলিন, ১৭ মে- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল দিয়ে পর্দা নামছে ত্রিদেশীয় সিরিজের। শুক্রবার ডাবলিনের ম্যালাহাইডে হওয়ার কথা দুই দলের লড়াই। তবে এ ম্যাচে বৃষ্টির শংকা আছে। আয়ারল্যান্ডের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে ৪৭ শতাংশ। এরপর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। রিপোর্ট অনুযায়ী, ৯টার দিকে ৫১ শতাংশ এবং ১০টার দিকে ৪৭ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দুপুরে মেঘ সরে গিয়ে রোদ উঠতে পারে। কিন্তু বিকাল ৩টার দিকে আবারো হানা দিতে পারে বৃষ্টি। এবার বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে ৪০ শতাংশ। তবে আশার কথা, বিকাল ৪টা থেকে রাত পর্যন্ত আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় শুরু হওয়ার কথা বাংলাদেশ-উইন্ডিজের শিরোপার লড়াই। তাতে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় কি না তাই দেখার। এমএ/ ০৩:০০/ ১৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2JqWX2W
May 17, 2019 at 11:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top