কলকাতা, ২৯ মে- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সময়টা বেশ কঠিন। লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি হানা দেওয়ার পর এবার নিজের দল তৃণমূলে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। গতকালই তৃণমূলের তিন বিধায়ক ও ৫০ কাউন্সিলর শাসক দল বিজেপিতে যোগ দিয়েছেন। এর পর সেই নেতারা জানিয়েছেন, এটাই শেষ নয়, আরও আছে। অর্থাৎ তৃণমূলের আরও নেতা বিজেপিতে যোগ দেওয়ার জন্য তৈরি আছেন। টাইমস অব ইন্ডিয়া। লোকসভা নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদি বলেছিলেন- তৃণমূলের কয়েকশ নেতা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সেটা যে শুধু কথার কথা ছিল না, তা এখন আঁচ করা যাচ্ছে। এবার পশ্চিমবঙ্গে বিজেপি উত্থানের পেছনে যিনি কুশিলবের ভূমিকা পালন করেছেন, তার নাম মুকুল রায়। তৃণমূলের সাবেক সাধারণ সম্পাদক আর এখন বিজেপির কা-ারি। গতকাল যারা বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের মধ্যে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ও রয়েছেন। তিনি সম্প্রতি তৃণমূল থেকে ৬ বছরের জন্য বহিষ্কার হয়েছেন। নির্বাচনের পরদিন তিনি বলেছেন, বাবার কাছে হেরে গেলাম। এখন থেকে বাবা যা বলবেন তা-ই করব। সেদিনই পরিষ্কার হয়েছিল তিনি বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন। গতকাল শুভ্রাংশুসহ অন্য নেতারা দিল্লির বিজেপির প্রধান কার্যালয়ে দল বদল করেন। ২০১১ সালে পশ্চিমবঙ্গে যখন তৃণমূল কংগ্রেস বিপুল জয়ের মধ্য দিয়ে সরকার গঠন করল, তখনও সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুকুল রায়। আর/০৮:১৪/২৯ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2MgmFth
May 29, 2019 at 05:06AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন