ঢাকা, ১৫ মে- নানা কারণে এবার চলচ্চিত্র নির্মাণে সরকারের অনুদান আলোচিত। একটি চলচ্চিত্রকে অনুদান না দেওয়া নিয়ে এই আলোচনার শুরু, এরপর বরাদ্দ নিয়ে। গতকাল মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় থেকে ২০১৮-১৯ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে প্রদেয় অনুদানের বিষয়ে শেষ সভায় কমিটির সব চলচ্চিত্র ব্যক্তিত্ব যোগ দিয়ে চলচ্চিত্র অনুদান তালিকা চূড়ান্ত করেছেন। এতে আগের আটটি চলচ্চিত্রের সঙ্গে অভিনেত্রী শমী কায়সার প্রস্তাবিত স্বপ্ন মৃত্যু ভালোবাসা চলচ্চিত্রটিও অনুদান তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তথ্যসচিব আবদুল মালেকের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, মতিন রহমান, নাট্যকার মামুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম অনুদান বিষয়ে শেষ সভায় বসেন। তাঁদের সর্বসম্মতিতে মোট নয়টি পূর্ণদৈর্ঘ্য ও পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান চূড়ান্ত করা হয়েছে। এতে করে ২০১৮-১৯ অর্থবছরে অনুদান পাওয়া পূর্ণদৈর্ঘ্য নয়টি চলচ্চিত্র হলো সাধারণ শাখায় মীর সাব্বিরের রাত জাগা ফুল খান শারফুদ্দীন মোহাম্মদ আকরামের বিধবাদের কথা, কাজী মাসুদের অন্ত্যেষ্টিক্রিয়া, লাকী ইনামের ১৯৭১ সেই সব দিন, সারাহ বেগম কবরীর এই তুমি সেই তুমি ও শমী কায়সারের স্বপ্ন মৃত্যু ভালোবাসা। প্রামাণ্যচিত্র শাখায় হুমায়রা বিলকিসের বিলকিস এবং বিলকিস, পূরবী মতিনের মেলাঘর এবং শিশুতোষ শাখায় আবু রায়হান মো. জুয়েলের নসু ডাকাত কুপোকাত। এমএ/ ০৪:২২/ ১৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2YrIEif
May 15, 2019 at 12:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top