বিশ্বকাপের আর ১৫ দিনও বাকি নেই। বহু প্রতীক্ষিত এই টুর্নামেন্টের জন্য ভারতীয় ক্রিকেটারদের অভিনব উপায়ে প্রস্তুতি নিতে বলা হয়। এই সময় ক্রিকেট নয়, বিশ্রাম ও আরাম করতে বলা হয়েছে বিরাট কোহলিদের। টিম ম্যানেজমেন্টের বিশেষ সূত্রের থেকে আমরা জানতে পেরেছি, ২২ মে লন্ডনের উড়ান ধরার আগের দিন ভারতীয় দলকে একত্র হতে হবে মুম্বইতে। তার আগে বাছাই করা কয়েকজন ক্রিকেটারকে ভালো সময় কাটাতে বলা হয়েছে। সূত্রের দাবি, খেলোয়াড়দের বলা হয়েছে, IPL-এর পর তাঁরা একটা বিরতি নিতে পারেন। তাঁরা বিশ্রাম করতে পারেন, আনন্দ করতে পারেন, ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন, এ ভাবে মনটাকে তরতাজা করে নিতে বলা হয়েছে। জানা গিয়েছে, যুজবেন্দ্র চাহাল গোয়ায় বিশ্রাম করছেন। ১৯ মে-র মধ্যে বেশিরভাগ খেলোয়াড় বাড়ি ফিরে যাবেন। সূত্রের দাবি, ভারতীয় দলের সাপোর্ট স্টাফরাই এই পদক্ষেপ করেছে। দল লন্ডন যাওয়ার আগে ছোট একটা ক্যাম্প করার কথা রয়েছে। তবে IPL-এর পর আবার খেলোয়াড়দের ক্রিকেটের মধ্যে ফেলে দেওয়াটা ঠিক হত না। সে জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়, তাঁদের বিশ্রাম ও আরাম দেওয়া হোক। ছোট ছুটি দেওয়া হোক। যাতে তাঁদের মধ্যে একটা ফিল গুড মনোভাব গড়ে ওঠে। আর এস/ ১৮ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2JqHzUo
May 18, 2019 at 09:18AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন