কলকাতা, ৩০ মে- সারদাকাণ্ডে নয়া মোড়, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজীব কুমার। সিবিআইয়ের নোটিস খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে আবেদন জানালেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। সারদাকাণ্ডে রাজীবকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নোটিস পাঠায় সিবিআই। সেই নোটিস খারিজের আর্জি জানালেন কলকাতার প্রাক্তন নগরপাল। আজ দুপুর ২টো নাগাদ এ মামলার শুনানি কলকাতা হাইকোর্টে। উল্লেখ্য, গত সোমবারই সিবিআই দফতরে রাজীবকে তলব করা হয়েছিল। কিন্তু সেদিন সিজিওতে হাজিরা দেননি রাজীব। সিআইডির তরফে সিবিআইকে জানিয়ে দেওয়া হয়, বারাণসীতে ৬ দিনের ছুটিতে রয়েছেন বর্তমান এডিজি সিআইডি রাজীব। সিবিআইয়ের কাছে হাজিরার জন্য বাড়তি সময়ও চান এই দুঁদে আইপিএস। গত রবিবার সন্ধেয় কলকাতায় লাউডন স্ট্রিটে রাজীবের বাসভবনে হানা দেন সিবিআইয়ের আধিকারিকরা। লাউডন স্ট্রিটের পাশাপাশি পার্ক স্ট্রিটে ডিসি সাউথের অফিস ও ভবানী ভবনে যায় সিবিআই দল। রাজীবকে তলবের নোটিস দেয় সিবিআই। রাজীবের বিরুদ্ধে ইতিমধ্যেই লুকআউট নোটিস জারি করা হয়েছে। প্রসঙ্গত, রাজীব কুমারের আইনি সুরক্ষার মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজীবকে সাত দিনের আইনি সুরক্ষার সময় বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। সেই সময়সীমা শেষ হয়েছে। এরপরই বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানান কলকাতার প্রাক্তন নগরপাল। কিন্তু আবেদনের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে জমা দেওয়া হয়নি বলেই আবেদনটি বাতিল করে দেওয়া হয়। উল্লেখ্য, গত ১৬ মে সারদা মামলায় রাজীব কুমারের গ্রেফতারের অন্তর্বতী রক্ষাকবচ সরিয়ে নেয় সুপ্রিম কোর্ট। ফলে কলকাতার প্রাক্তন নগরপালকে গ্রেফতার করতে আর কোনও বাধা নেই সিবিআইয়ের। এদিকে, সারদাকাণ্ডের তদন্তে আজ ফের সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি আইপিএস অর্ণব ঘোষ। এদিন সকাল ১০টার পর সিজিও কমপ্লেক্সে আসেন এসএস সিআইডি অর্ণব ঘোষ। সিবিআই দফতরে আনা হয়েছে দুই ট্রাঙ্ক ভর্তি নথি। উল্লেখ্য, বুধবার অর্ণব ঘোষকে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আর/০৮:১৪/৩০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2QDn9s8
May 30, 2019 at 09:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top