মুম্বাই, ০৫ মে- নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার রেশ কাটতে না কাটতেই শ্রীলংকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। শ্রীলংকায় হামলার পর বোরখা নিষিদ্ধ করে দেশটি। শ্রীলংকায় এমন ঘোষণার পরে ভারতেও বোরখা নিষিদ্ধ করার দাবিতে সরব হয়ে উঠেছে দেশটির হিন্দুত্ববাদীরা। এই দাবির ভিত্তিতে মুখ বলেন বলিউডের খ্যাতনামা গীতিকবি জাভেদ আখতার। এ প্রসঙ্গে তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় বোরখা পরা বন্ধ করা হলে রাজস্থানের মহিলারা যে ঘোমটা দেন তাও বন্ধ করা উচিত। বলছি না, আমি বোরখার পক্ষে। তবে বোরখা ও ঘোমটা দুটোর জন্যই একই আইন হওয়া উচিত। গীতিকবি জাভেদ আখতারের এমন মন্তব্যে চটেছেন রাজস্থানের রাজপুত কর্ণী সেনার একটি শাখা। তাদের দাবি, বোরখা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত, ঘোমটা নয়। তাই ঘোমটা নিয়ে এমন মন্তব্য করার জন্য তাকে তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে পরিণাম হবে ভয়াবহ। শুধু তাই না, ক্ষমা না চাইলে জাভেদের বাড়িতে ঢুকে হামলা চালানো হবে। এদিকে, এক প্রতিক্রিয়ায় জাভেদ আখতার টুইটে বলেছেন, আমার বক্তব্য ভুল ভাবে নেওয়া হয়েছে। এন এ/০৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2LnW516
May 05, 2019 at 06:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top