কার্ডিফ, ২৮ মে- ত্রিদেশীয় সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন টিম টাইগাররা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক শিরোপা জিতেছে বাংলাদেশ। সেটিও আবার অপরাজিত থেকে। সেই আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে ম্যাশ বাহিনী। তাই চূড়ান্ত পর্বে খেলার আগে বর্তমানে দলগুলো ব্যস্ত সময় পার করছে প্রস্তুতি ম্যাচ নিয়ে। মঙ্গলবার (২৮ মে) ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। ইতিমধ্যে এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। ওয়েলসের কার্ডিফের সোফিয়া গার্ডেনস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, সাইফুদ্দিন, মেহদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জয়াদ। ভারত দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, বিজয় শংকর, হার্ডিক পান্ডিয়া, এম এস ধোনি, দিনাশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মোহাম্মদ শামী, জাসপ্রিত বুমরাহ, চাহাল। সূত্র: বিডি২৪লাইভ আর এস/ ২৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2K9w96U
May 28, 2019 at 11:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top