ডাবলিন, ০৯ মে- ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হারে বিপদ সংকেত আঁচ করা ভক্তদের ভরসা দিয়েছিলেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। তারই ধারাবাহিকতায় টাইগার শিবির সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে ৮ উইকেটের জয় তুলে নেয়। আজ বৃহস্পতিবার (৯ মে) নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। উইনিং কম্বিনেশন ধরে রাখতে স্কোয়াডে পরিবর্তন আনবে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এদিকে আয়ারল্যান্ড-বাংলাদেশ ওডিআই পরিসংখ্যান বলছে ৯ ওয়ানডেতে ৬ টায়তেই জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে ৪ ম্যাচেই শতভাগ জয় আছে টাইগারদের আর আয়ারল্যান্ডে খেলা ৪ ম্যাচে জিতেছে ২ টায়। হোম গ্রাউন্ড ও ক্যারিবীয় ভ্যানুতে ৩ ম্যাচ জিতেছে আয়ারল্যান্ড। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৯৬ রান ব্যবধান হার আইরিশদের বিপক্ষে প্রায় অনুতিকক্রম ক্যারিবীয়রা ৮ উইকেটে কাবু হলো বাংলাদেশের কাছে। তাই টাইগারদের সামনে শুধুমাত্র ভালো ব্যাটিং করতে চায় আইরিশরা। দারুণ জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলেও আয়ারল্যান্ডকে সহজভাবে নিচ্ছে না ম্যাশ বাহিনী। নিজেদের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের ব্যাটিং কর্তৃত্বে পরেছিল টাইগার বোলাররা। ৫৬ রানের মধ্যে শেষ ৭ উইকেট নিয়ে বোলিং সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ। মালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে আইরিশদের আটকাতে প্রস্তুত টাইগার বোলাররা। উইলিয়াম পোর্টারফিল্ড ও পল স্টালিংকে নিয়ে ব্যাটিংয়ে ভালো শুরু করার পরিকল্পনা করছে দলটি। ২০১৯ সালের টপ স্কোয়ার অ্যান্ডু বালবির্নিকে টাইগারদের বিপক্ষে মাঠে পাওয়ার আসা করেছে আয়ারল্যান্ড। আর মিডল অর্ডারে কেভিন ওব্রায়েন ও গ্যারি উইলসনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে। কিন্তু সব পরিসংখ্যান পিছনে ফেলে জয় তুলে নিতে চায় টাইগার শিবির। সূত্র: বিডি২৪লাইভ আর এস/ ০৯ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Lznihd
May 09, 2019 at 09:12PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন