একটি সিনেমা দেখে আবেগে আপ্লুত হলেন ভারতের বিখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠি ও তার টিম। সিনেমা দেখে ডা. দেবী শেঠি জানালেন, এই সিনেমা সবার অনুপ্রেরণা। নিজের রোগীদেরও এ সিনেমা দেখার পরামর্শ দেবেন তিনি। সোমবার এ সিনেমার বিশেষ একটি স্ক্রিনিং হয় বেঙ্গালুরুতে। এর আগে গত এপ্রিলে এ সিনেমার ট্রেলার বের হয়। মূলত ক্যান্সারে সচেতনতা বাতাতেই এই সিনেমা, যার নাম কণ্ঠ। এ সিনেমার পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়। সিনেমার মূল চরিত্রে অর্জুন (শিবপ্রসাদ) আদতে একজন কণ্ঠশিল্পী, রেডিও জকি। একদিন হঠাৎই ধরা পরে তার গলার ক্যান্সার। চিকিৎসক তাকে স্বরযন্ত্রই বাদ দিতে হবে বললেন। এরপর তার অপারেশন হয়। অপারেশনের পর অর্জুনের গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বেরোতে শুরু করে। সেখান থেকে তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। কীভাবে সেখান থেকে বেরিয়ে আসলেন তিনি এই নিয়েই সিনেমার গল্প। প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ,পাওলি ও জয়া আহসান। আর এস/ ০৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2LxjGMO
May 09, 2019 at 05:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top