হলিউড তারকা আরনল্ড শোয়ার্জনেগার অভিনীত টার্মিনেটর সিরিজের ছবিগুলো দুনিয়াজুড়েই জনপ্রিয়। একশনধর্মী সিনেমাপ্রেমীদের মনে এই সিরিজের ছবিগুলো দারুণ বিনোদন ছড়ায়। আর এই সিরিজে শোয়ার্জনেগারের উপস্থিতি মানেই একটা বিশাল উত্তেজনার ব্যাপার। তাই দর্শকদের চাহিদার কারণে ক্যালিফোর্নিয়ার গর্ভনর হয়েও বিশালদেহি শোয়ার্জনেগার কাজ করেছিলেন টার্মিনেটরের আরো ৩টি কিস্তিতে। এবার তাকে নিয়ে নির্মিত হয়েছে টার্মিনেটর সিরিজের চতুর্থ কিস্তি। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এর ট্রেলার৷ টার্মিনেটর : ডার্ক ফেইট শিরোনামে ছবিটিতে চমক নিয়ে হাজির হয়েছেন পরিচালক জেমস ক্যামেরন। সে চমকটি হলো এ ছবিটিতে অ্যাকশন হিরো শোয়ার্জনেগারের বিপরীতে ৩৫ বছর পর ফিরিয়ে আনা হলো অ্যাকশন কুইন লিন্ডা হ্যামিল্টনকে। টার্মিনেটরের প্রথম কিস্তিতে ছিলেন এই সুন্দরী তারকা। বর্তমানে ৬০ বছর বয়সী এই তারকা নিজেকে পুরোপুরি মারকুটে ভূমিকায় তুলে ধরেছেন ছবিটিতে। সে আভাসই মিললো ট্রেলারে। বরাবরের মতো সারা কন্নোরের চরিত্রেই দেখা মিলবে তার। পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্যও করেছেন খ্যাতিমান পরিচালক জেমস ক্যামেরুন। এই ছবির ট্রেলার টার্মিনেটর ভক্তদের মনে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। এই নির্মাতা মনে করছেন ছবিটি দর্শকের মন ভরাবে। প্রায় ২০০ মিলিয়ন বাজেটের ছবিটি আগামী ১ নভেম্বর রুপালি পর্দায় মুক্তি দেয়া হবে। আর/০৮:১৪/২৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2wiRWRH
May 26, 2019 at 09:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top