লন্ডন, ২৯ মে- প্রস্তুতি ম্যাচে সাধারণত দলগুলো নিজেদের ঝালিয়ে নেয়। ফলের অত ধার ধারে না। মঙ্গলবার কার্ডিফে বিশ্বকাপের সবশেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৯৫ রানে হেরেছে বাংলাদেশ। তবে প্রস্তুতি বলতে যা বোঝায়, তা কম হয়নি টাইগারদের। প্রস্তুতি ম্যাচে চওড়া ছিল লিটন-মুশফিকের ব্যাট। স্ট্রাইক বোলাররা ভালো করেছেন। অধিকন্তু সবাইকে পরীক্ষা-নিরীক্ষা করা গেছে। এ ম্যাচে ৯ জন বোলার ব্যবহার করেছে বাংলাদেশ। সব মিলিয়ে ব্যাটিং-বোলিং নিয়ে স্বস্তি, যা কিছুটা ভাবাচ্ছে তা চোট। ম্যাচশেষে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেন, আমরা আয়ারল্যান্ডে কিছু ম্যাচ খেলেছি। চার সপ্তাহ এখানে আছি। আমাদের দলে কিছু চোট সমস্যা ছিল। সাকিবের পিঠে ব্যথা ছিল। পেস বোলারদের টুকটাক চোট ছিল। আমার হ্যামস্ট্রিংয়ে সমস্যা ছিল। রুবেল পাঁজরের চোট থেকে ফিরেছে। মোস্তাফিজের হাঁটুতে ব্যথা ছিল। সুতরাং এমতাবস্থায় দলের প্রস্তুতি যথেষ্ট হয়েছে। এ হার নিয়ে কোনো আক্ষেপ নেই। প্রথম ম্যাচ আর বেশি দূরে নেই। আমাদের চোট নিয়ে যত্নশীল হতে হবে। তিনি বলেন, এ ম্যাচে ব্যাটিং লাইনআপে ওপরের সারির কয়েকজন রান পেয়েছে। আমাদের টপঅর্ডাররা নিয়মিত রান পাচ্ছে। সৌম্য গেল কয়েক ম্যাচে ভালো করেছে। আশা করছি, তারা এভাবে রান করতে থাকবে। আজ বাদে কালই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপ। আর ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। এবার দারুণ কিছু করার প্রত্যয় নিয়ে মাঠে নামবে মাশরাফি বাহিনী। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/২৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2QEpOlr
May 29, 2019 at 10:12AM
29 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top