কলকাতা, ০৩ মে- আজ শুক্রবার অমাবস্যা৷ তাই ভরা কোটালে ঘূর্ণিঝড় ফণী বিধ্বংসী আকার নিতে পারে এ রাজ্যে৷ ওডিশা থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী৷ আর কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যে আছড়ে পড়বে ওই ঝড়৷ যদিও সতর্ক রয়েছে রাজ্য প্রশাসন৷ উপকূলবর্তী অঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকালেই ওডিশাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফণী৷ তারপরই সেই ঝড় এগিয়ে আসছে এই রাজ্যে দিকে৷ যা আর কয়েক ঘন্টার মধ্যেই এই রাজ্যে আছড়ে পড়বে৷ ওই ঝড় এদিন বিধ্বংসী আকার নিতে পারে৷ তার একটাই কারন পঞ্জিকা বলছে আজ শুক্রবার অমাবস্যা শুরু৷ অমাবস্যা মানে ভরা কোটাল৷ যে সময় জলোচ্ছ্বাসের প্রবণতা থাকে৷ তার সঙ্গে যদি যুক্ত হয় ঘূর্ণিঝড়৷ তাও আবার যদি গতিবেগ হয় ১০০ কিলোমিটারের বেশি৷ ফলে এবার ঘূর্ণিঝড় ফণীতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা হতে পারে অনেক বেশি৷ পুরী সহ গোটা ওড়িশায় তাণ্ডব চালিয়ে ঘূর্ণীঝড় ফণী এবার এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। কলকাতা সহ উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলে এই ঝড় তাণ্ডব চালাবে বলে জানা গিয়েছে। তার আগে উদ্ধারের সবরকম ব্যবস্থা নিয়ে তৈরি সেনাবাহিনী। শিলং-এ সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ও কলকাতার হেডকোয়ার্টার যৌথভাবে এই উদ্ধারকাজ চালাবে বলে ঠিক করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ বিতরণ করা হবে হেলিকপ্টারের মাধ্যমে। সূত্র: kolkata24x7 আর এস/ ০৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2LjWf9v
May 04, 2019 at 02:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top