মুম্বাই, ১৩ মে- অশ্বিনী আইয়ার পরিচালিত ছবি Panga-তে কঙ্গনার সঙ্গেই দেখা যাবে রিচা চড্ডাকে। কিন্তু তাতেও শান্তি নেই রঙ্গোলির।একচোট কথা শোনালেন রিচাকে। হঠাত্ কেন তাঁর উপর চটলেন কঙ্গনার দিদি। সম্প্রতি একটি টিভি শোয়ে এসে রিচা বলেছিলেন, তাঁর যদি কারও সঙ্গে কোনও সমস্যা থাকে, তাহলে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ঝগড়া করবেন না তিনি। এর মানে এই নয় যে আমার সাহস নেই। অন্যায়ের প্রতিবাদ করার সত্ সাহাস আমার আছে। তবে সোশ্যাল মিডিয়ায় নয়। যে ব্যক্তির সঙ্গে সমস্যা, তাঁকেই সরাসরি বলব। রিচার এই কথাতেই রঙ্গোলি রেগে গিয়েছেন। বলেছেন রিচা নাকি jobless actor। একের পর এক ট্যুইটে বিদ্ধ করেছেন রিচা চড্ডাকে। আর এস/ ১৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2LBNKa5
May 13, 2019 at 10:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top