লস অ্যাঞ্জেলস, ০২ মে- প্রকাশ্যে স্তন্যদান নিয়ে তো আমরা কত কথাই বলি। এমনকী সবার সামনে কোনও মা যদি তার সন্তানকে স্তন্যপান করান সেখানেও অনেকেই আড়চোখে তাকান। মা ও শিশুর জন্য প্রয়োজনীয় নার্সিং রুমের ব্যবস্থা এখনও অনেক জায়গাতেই নেই। এবার গেম অফ থ্রোনসের এই অভিনেত্রী জেমা ওয়েল্যান তার সন্তানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে জারা গ্রেজয় ( এই নামেই GOT তে পরিচিত জেমা) তার সদ্যজাত মেয়েকে স্তন্য পান করাচ্ছেন। এই সময় পত্রিকার খবরে বলা হয়, জেমা লড়াকু নারী হিসেবেই পরিচিত। গেম অফ থ্রোনসে তাকে দেখা যায় যুদ্ধের পোশাক পরে লড়াই করতে। আয়রন আয়ল্যান্ডে তিনি সাহসিনী। কিন্তু দিনের শেষে তিনি মা তো। শুরু হয়েছে গেম অফ থ্রোনসের সিজন ৮ এর শুটিং। তাই মেয়েকে নিয়ে প্রতিদিন সেটে আসছেন তিনি। সেখানেই সময়ে সময়ে মেয়েকে খাওয়াচ্ছেন। মেক আপও নিচ্ছেন। সেইসঙ্গে GOT প্রেমীদের বলছেন Enjoy tonights episode guys...! আর/০৮:১৪/০২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2DKaXjR
May 02, 2019 at 06:43PM
02 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top