শেষ হল অপেক্ষার প্রহর। আগামীকাল থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। এর আগে লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে দ্য মলে অনুষ্ঠিত হল ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় অনুষ্ঠানটি। আইসিসির বাছাইকৃত ভাগ্যবান ভক্তরা এই সরাসরি আয়োজনের অংশ হতে পেরেছিলেন। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ৬০ সেকেন্ডের একটি চ্যালেঞ্জের আয়োজন করা হয়েছিল। যেখানে ১০ দলের হয়ে ১০ জন সাবেক ক্রিকেটার ও ১০ জন তারকা অংশগ্রহন করেছিল। তারই প্রেক্ষিতে পাকিস্তানের হয়ে চ্যালেঞ্জে অংশগ্রহন করেছিলেন টেস্ট ওপেনার আজাহার আলী ও নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ৬০ সেকেন্ডের চ্যালেঞ্জে ৩৮ রান সংগ্রহ করেছিলেন এই জুটি। এরপর ভারতের হয়ে সেই চ্যালেঞ্জে অংশগ্রহন করেন সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে ও অভিনেতা ফারহান জুটি। ৬০ সেকেন্ডের চ্যালেঞ্জে এই জুটি তুলতে পেরেছেন সর্বনিম্ন ১৯ রান। দশ দলের অংশ নেওয়া প্রতি জুটির মধ্যে ভারত সর্বনিম্ন রান সংগ্রহ করেছে। তাদের পরে সেই তালিকায় আছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও অভিনেত্রী জয়া আহসান করেছেন ২২ রান। তালিকায় ৮ম স্থানে আছে নিউজিল্যান্ড। তারা করেছেন ২৯ রান। আর সপ্তম স্থানে অবস্থান করা পাকিস্তানের সংগ্রহ ৩৮ রান। ক্রিকেটার ও সেলিব্রেটিদের এই চ্যালেঞ্জ শেষে উপস্থাপকের এক প্রশ্নে পাকিস্তানের নোবেলজয়ী মালালা ইউসুফজাই খোঁচা মেরেছেন চির প্রতিদ্বন্দী ভারতকে। উপস্থাপকের প্রশ্নে মালালা নিজেদের পারফম্যান্স নিয়ে সন্তুষ্টর কথা স্বীকার করে বলেন, ৭ম স্থানে থেকে শেষ করতে পারাটাও হতাশ হওয়ার মতো মনে হচ্ছে না, যেখানে ভারত শেষ করেছে সবার নিচে থেকে। সূত্র: বিডি২৪লাইভ আর এস/ ২৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Wx66x8
May 29, 2019 at 07:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top