এইচআইভি-এইডস প্রতিরোধে সচেতনামূলক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে এইচআইভি ও এইডস প্রতিরোধ সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে বেসরকারি সংস্থা লাইট হাউস।
ডসভিল সার্জন ডাঃ খায়রুল ফেরদৌস মোঃ কামাল আতার্তুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার  মাহবুব আলম খান, পৌরসভার কাউন্সেলর সিরাজুম মনিরা, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুম মনির আফতাবী, লাইট হাউসের চাপাইনবাবগঞ্জ ড্রপ-ইন সেন্টার ম্যানেজার সালাহ উদ্দিন জুয়েলসহ অন্যান্যরা।
গভায় স্বাস্থ্য সেবা প্রদানকারী, ধমীয় নেতা, আইনজীবি, সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গভায় সিভিল সার্জন ডাঃ খায়রুল ফেরদৌস মোঃ কামাল আতার্তুক বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে এইচআইভি/এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বর্তমানে রোহিঙ্গাদের কারণে এইচআইভির ঝুঁিক অনেক গুনে বেড়ে গেছে।
এমএসএম ও হিজড়াদের মধ্যে এইচআইভি/এইডস ঝুঁকি হ্রাস করা এবং তাদের মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য সকলের সহায়তা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৫-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2JjRVp1

May 14, 2019 at 12:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top