কলকাতা, ২৭ মে- প্রথমদিন সংসদে গিয়ে নিজেরদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন টালিউড নায়িকা থেকে রাজনীতিতে আসা নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী। তারা দুইজনই পশ্চিম বাংলা থেকে নির্বাচিত সংসদ সদস্য। সোমবার সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দুই নায়িকা নিজেদের ছবি তোলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সদ্য অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ২ লাখ ৯৫ হাজার ভোটে জিতেছেন মিমি। অন্যদিকে, বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটেই সাড়ে তিন লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নুসরাত জাহান। ভারতীয় গণমাধ্যম জানায়, সোমবার দুপুর ১টার দিকে দেশটির সংসদ ভবনে পৌঁছান নুসরাত ও মিমি। প্রথমেই তারা সংসদ ভবনের ৬২ নম্বর ঘরে গিয়েছেন। সেখানে নতুন সংসদ সদস্যদের নাম, ঠিকানা, ফোন নম্বর ও দিল্লির অস্থায়ী ঠিকানাসহ বেশ কিছু প্রাথমিক তথ্য দিতে হয়। এসব কাজ শেষ করার পর এদিনই কলকাতায় ফেরার জন্য সন্ধ্যার বিমান ধরেন মিমি। অন্যদিকে মঙ্গলবার দিল্লিতেই থাকবেন নুসরাত। তিনি কলকাতা বুধবার ফিরবেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ ভবনের সামনে নিজের ছবি শেয়ার করে নুসরাত ক্যাপশনে লেখেন, নতুন শুরু। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের সব মানুষকে আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই। অন্যদিকে মিমি নিজের ছবির ক্যাপশনে লিখেছেন, স্বপ্নের কথা মনে রাখ এবং তার জন্য লড়াই কর। এমএ/ ০৯:৩৩/ ২৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VVYPCV
May 27, 2019 at 05:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top