বেঙ্গালুরু, ০৯ মে- আইপিএল ম্যাচ গড়াপেটায় অভিনেত্রীর নাম জড়ানোয় একটি বেসরকারি নিউজ চ্যানেলকে ₹৫০ লক্ষ টাকা জরিমানা করল বেঙ্গালুরু আদালত। সূত্রের খবর, ২০১৩ আইপিএল ম্যাচ গড়াপেটায় ভুল করে কন্নড় অভিনেত্রী দিব্যা স্পন্দনার নাম জুড়ে দেয় ওই টিভি চ্যানেল। দিব্যা কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলেরও প্রধান। বেসরকারি টিভি চ্যানেলটিতে তাঁর ছবি দিয়ে ম্যাচ গড়াপেটায় নাম জড়িয়ে খবর সম্প্রচারিত হওয়ার পরেই কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানির মামলা করেন কন্নড় অভিনেত্রী। মানহানির কারণে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেন। অভিনেত্রীর দায়ের করা সেই মামলায় বেঙ্গালুরু আদালত চ্যানেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, ভুলের মাশুল হিসেবে অভিনেত্রীকে ₹৫০ লক্ষ দিতে হবে। এমএ/ ০৭:৩৩/ ০৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2HctFln
May 09, 2019 at 01:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top