বিশ্বের জাঁকজমকপূর্ণ লালগালিচায় মেট গালা ২০১৯ এ হাজির হয়ে হাস্যরসের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অস্কারসহ নানা চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাজির হয়ে ফ্যাশন সচেতনতার জন্য প্রশংসিত হয়েছেন প্রিয়াঙ্কা। কিন্তু এবার উদ্ভট পোশাক ও মেকআপ ব্যবহার করায় তাকে নিয়ে হাস্যরস করছেন অনেকে। মেট গালা ২০১৯ এর লালগালিচায় তিনি এসেছিলেন স্বামী ও মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে। গোলাপী-হলুদ-সাদায় মেশানো ডিওরের গাউন পরেছিলেন তিনি। চুলগুলো মাথার উপরে এনে আলুথালু করে রাখা হয়েছিল। মেকআপও ছিল উদ্ভট। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ক্যাম্প লেডির সাজে প্রকাশিত প্রিয়াঙ্কা চোপড়ার কিছু ছবি। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এবার সে বিষয়ে মুখ খুললেন অভিনেত্রীর মা মধু চোপড়া। প্রিয়াঙ্কার পোশাক নিয়ে মা মধু চাপড়া বলেন, ও এত দূরে আছে, কী প্রতিক্রিয়া দেব বলুন তো? সামনে থাকলে জড়িয়ে ধরতাম। খুব সুন্দর দেখতে লাগছিল ওকে। এমএ/ ০৩:৪৪/ ১০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2PXR79Q
May 10, 2019 at 09:51PM
10 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top