অসাধারণ ব্যাটিংয়ে নিজেকে আগেই বিশ্বের সেরাদের কাতারে নিয়ে গেছেন বিরাট কোহলি। বর্তমান সময়ের অন্যতম সেরা এ ব্যাটসম্যান বিশ্বকাপের আনুষ্ঠানিক মাঠের লড়াইয়ে নামার আগে প্রস্তুত হচ্ছেন বোলিংয়েও। তার কারণ কিংবদন্তি ক্রিকেটারদের অনেকেই বলছেন এবারের বিশ্বকাপ হবে ব্যাটসম্যানদের। ইংলিশ কন্ডিশনে বোলারদের চেয়ে ব্যাটসম্যানরাই বেশি সুযোগ-সুবিধা পাবেন। তবে ভালো বোলিং করতে পারলে স্পিনারদের তুলনায় পেসাররা সাফল্য পাবেন। ইংল্যান্ডের বাউন্সি উইকেটে স্পিনে সাফল্য পেতে নিজেই বল ঘুরাতে শুরু করেছেন বিরাট কোহলি। অনুশীলনে নিজের অফ স্পিন বোলিং একটু ঝালিয়ে নেন কোহলি। তবে বিশ্বকাপে তিনি বোলিং করবেন কিনা তা হলফ করে বলা মুশকিল। দলের প্রয়োজনে বল হাতে দেখাও যেতে পারে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে। এর আগে ২০১৭ সালে শ্রীলংকার বিপক্ষে বোলিং করেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৮ উইকেট শিকার করেছেন কোহলি। বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখন রোজবোল স্টেডিয়ামে প্র্যাকটিস অফ স্পিন বোলিং অনুশীলন করেন কোহলি। বিশ্বকাপে ভারতীয় দলে তিনজন পেসারের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ দুই স্পিনার কুলদীপ যাদব ও যুগবেন্দ্র চাহাল৷ এ ছাড়া আছেন অফ স্পিনার রবীন্দ্র জাদেজা ও কেদার যাদব৷ এত কিছুর পরও বোলিং নিয়ে দুশ্চিন্তায় কোহলি। প্রসঙ্গত আগামী ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায়। সূত্র: যুগান্তর আর এস/ ৩১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WbND9Y
May 31, 2019 at 12:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top