ডাবলিন, ১৮ মে- ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম কোন আন্তর্জাতিক ট্রফি জিতে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। মোসাদ্দেক হোসেনের অনবদ্য ব্যাটিং ছিল মনে ধরে রাখার মত। ২১০ রানের টার্গেটে খেলতে নেমে ৭ বল হাতে রেখে পাঁচ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। মাত্র ২০ বলে মোসাদ্দেক হাফসেঞ্চুরির দেখা পান। এর আগে কোন বাংলাদেশি ক্রিকেটার এত কম বলে হাফসেঞ্চুরি করতে পারেননি। পাঁচটি ছয় এবং দুটি চারের মার ছিল তাঁর অর্ধশতকের ইনিংসটিতে। শেষ পর্যন্ত ২৪ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি, দলকে এনে দিয়েছেন দাপুটে এক জয়। মোসাদ্দেকের পরে সবচেয়ে কম বলে হাফসেঞ্চুরির রেকর্ড বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুলের দখলে। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি করেন আশরাফুল। সূত্র: বিডি২৪লাইভ আর এস/ ১৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2QdF5tc
May 18, 2019 at 10:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top