ডাবলিন, ১৬ মে- বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুঃচিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের ইনজুরি। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে বুধবার (১৫ মে) আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন পিঠের ইনজুরিতে পড়েন সাকিব। আয়ারল্যান্ডের দেওয়া ২৯৩ রানে টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসের ৩৫তম ওভারে রান নিতে গিয়ে পিঠে ব্যথা অনুভব করেন সাকিব। ফিজিও থিয়ান চন্দমোহন মাঠে এসে তার ব্যথা কমানোর চেষ্টা করেন। এরপর ব্যাটিং চালিয়ে যান সাকিব। কিন্তু ৩৬তম ওভারে অর্ধশতক তোলার পর আবারও পিঠে ব্যথা অনুভব করলে মাঠ ছাড়েন তিনি। তবে ইনজুরি কতটা গুরুতর তা বিস্তারিত জানা না গেলেও দলীয় সূত্রে জানা গেছে ইনজুরি গুরুতর নয়। সর্তকতার কারণে অর্ধশতক তুলে মাঠ ছাড়েন সাকিব। এর আগে বিপিএলে হাতের আঙুলের ইনজুরিতে পড়ায় নিউজিল্যান্ড সফরে খেলতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। এমএ/ ০৪:২২/ ১৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2EacCzs
May 16, 2019 at 12:51AM
16 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top