কলকাতা, ২৮ মে- সারদাকাণ্ডের তদন্তে জোর তৎপরতা শুরু করল সিবিআই। সারদা মামলার প্রথম তদন্তকারী আধিকারিক প্রভাকর নাথকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠাল সিবিআই। মঙ্গলবার সকালে প্রভাকর নাথকে সিজিও কমপ্লেক্সে প্রায় ১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। উল্লেখ্য, সারদাকাণ্ডের তদন্তে এর আগেও একাধিক বার তলব করা হয়েছিল প্রভাকরকে। কিন্তু বহুবার তলব সত্ত্বেও তিনি হাজিরা দেননি। আগে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় কর্মরত ছিলেন প্রভাকর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, প্রভাকরকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। অন্যদিকে, প্রভাকর নাথের পাশাপাশি রাজ্য পুলিশের আরও এক তদন্তকারী আধিকারিক দিলীপ হাজরাকে ডেকে পাঠিয়েছে সিবিআই। দিলীপকেও এদিন সিজিওতে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রসঙ্গত, সোমবারই রাজীব কুমারকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল সিবিআই। কিন্তু গতকাল সিজিওতে হাজিরা দেননি রাজীব। পরে সিআইডির তরফে সিবিআইকে জানানো হয়, রাজীব কুমার ৬ দিনের ছুটিতে বারাণসীতে রয়েছেন। সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার জন্য বাড়তি সময় চেয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। কিন্তু রাজীবকে আর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না বলে সিবিআই সূত্রে খবর। দু-একদিনের মধ্যেই রাজীব কুমারকে ফেল তলবের নোটিস দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। রাজীবকে জিজ্ঞাসাবাদের আগে সারদা মামলার প্রথম তদন্তকারী অফিসারকে সিবিআইয়ের তলব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সারদার লাল ডায়েরি, পেন ড্রাইভের মতো গুরুত্বপূর্ণ নথি এখনও হাতে পায়নি তদন্তকারী সংস্থা। সারদাকাণ্ডের তদন্তে রাজীবের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তুলেছে সিবিআই। রাজীবকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে টানা ৫ দিন রাজীবকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এন এ/ ২৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Wnyh1B
May 28, 2019 at 08:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top