কলকাতা, ২৪ মে- ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূলের তারকা প্রার্থী ছিলেন মুনমুন সেন। গত ২৯ এপ্রিল তার কেন্দ্রে ভোট শেষ হওয়ার পর থেকে শহরের শাড়ির দোকান চষে বেশ কয়েকটি শাড়ি কেনেন তিনি। নতুন কেনা শাড়ির মধ্যে থেকে বিশেষ দিনের (বৃহস্পতিবার ফল ঘোষণার দিন) জন্য আলাদা করে কয়েকটি শাড়ি বেছে রেখেছেন। সকাল সকাল তার মধ্যে থেকে একটি পরে ফল ঘোষণা শোনার ইচ্ছে ছিল তার। বেলা বাড়লে তিনিই জয়ী হয়েছেন নিশ্চিত হলে অন্য একটি শাড়ি পরবেন বলে মনস্থির করেছিলেন। কিন্তু তার সেই আশা পূরণ হলো না। আসানসোলে মুনমুন সেনকে ৬৫ হাজার ভোটে হারিয়েছেন বিজেপির তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার হেরে যাওয়ার খবর জানতে পেরেই প্রতিক্রিয়ায় মুনমুন সেন বলেন, এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের ৩৮-৪০ আসন পাওয়ার কথা ছিল। কিন্তু কেন এমনটা হল তা তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন, আমি বুঝতে পারলাম না কেন আমরা হারলাম, আপনি (সাংবাদিক) বলতে পারেন কেন আমরা হারলাম? এদিন সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সুচিত্রা-কন্যা মুনমুন বলেন, আমি খুব দুঃখিত। গণনা সঠিক হয়নি। এন এ/ ২৪ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2HQY3C4
May 24, 2019 at 07:50AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন