কলকাতা, ১৪ মে- উত্তর ২৪ পরগনার ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে ক্রমশ বাড়ছে ভোটের উত্তাপ। ১৯শে মে এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে মদন মিত্র ও অর্জুন সিংয়ের তরজা ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে ভোটের ময়দানে নতুন মাত্রা যোগ করেছে। ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র সোমবার দুপুরে বারাকপুর প্রশাসনিক ভবনে এসে মহকুমা শাসক আবুল কালাম আজাদ ইসলামের সঙ্গে দেখা করেন৷ তাঁর দাবি ভাটপাড়া উপ নির্বাচনের দিন অর্জুন সিংকে গৃহবন্দী করতে হবে৷ মদন মিত্র অর্জুন সিংকে দাউদ ইব্রাহিমের সঙ্গে তুলনা করেন এবং বলেন, অর্জুন সিংকে ভোটের দিন ভোট দানের পর হাউস অ্যারেস্ট করে রাখতে হবে। ওকে এমনভাবে রাখতে হবে যাতে ওর চারপাশে রাজ্য পুলিশ ঘিরে থাকে। ও যেন ওই দিন এলাকায় ঘুরতে না পারে। ভোটের দিন ওর মাতব্বরি মানব না। ও বাইরে ঘোরা, আর দাউদ ইব্রাহিম ঘোরা একই ব্যাপার। যদিও অর্জুন সিং অত বড় কিছু নয়, এখন একজন ছুঁচো, সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরছে। ও বিহার, মুঙ্গের, বানারস থেকে অপরাধীদের নিয়ে এসে ভোটের দিন বড় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। মদন মিত্র হুঁশিয়ারি দেন নির্বাচনের দিন অর্জুন সিংয়ের জন্য ওই দিন বড় বিশৃঙ্খলা সৃষ্টি হলে অনেকের প্রাণহানি হতে পারে। তাই ওকে গৃহবন্দী করতে হবে। আর ও ১৯ তারিখ বাইরে ঘুরলে ঘাটালে ভারতী ঘোষের অবস্থা মানুষ যা করেছিল, ও পুরুষ মানুষ, ওর অবস্থা তার থেকেও খারাপ হবে। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং বলেন, মদন ভগবান নাকি, ওর কথা শুনতে হবে? ও একবার বলছে দাউদ ইব্রাহিম, আবার বলছে ছুঁচো। দুরকম কথা ও বলছে, ছুঁচো যদি হই, তবে এত অভিযোগ কেন করছে? মদনের সঙ্গে এই এলাকার একটাও লোক নেই, কামারহাটি, মেটিয়াবুরুজ এলাকা থেকে গুন্ডা নিয়ে এসে ঘুরছে। বহিরাগত দুষ্কৃতীদের ভাটপাড়ায় ও নিয়ে আসছে। আবার ও আমাকে নিয়ে কথা বলছে। ও হতাশা থেকে এই সব কথা বলছে। একটা লোক সারাদিন মদ খেয়ে থাকে। ও মুখে বিবেকানন্দের প্রতি ভক্তি দেখায়, ও কি জানে ওর কথায় বিবেকানন্দ বেঁচে থাকলে কষ্ট পেত। ভাটপাড়া উপনির্বাচনের প্রতিটি বুথেই আধা সামরিক বাহিনী এবং সশস্ত্র রাজ্য পুলিশের দাবি জানিয়েছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। অর্জুন সিং বলেন, আমি ও চাই ওই দিন নির্বাচন কমিশন এমন ব্যাবস্থা করুক, যেন মাছি গলতে না পারে বুথে। মানুষ নিজের ভোট নিজে দিক। ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনের লড়াইতে বিজেপি প্রার্থী হয়েছেন অর্জুন পুত্র পবন সিং। পবন সিং ও মদন মিত্রের লড়াই হলেও তৃণমূল কংগ্রেস মনে করছে, অর্জুন পুত্র পবনের সমর্থনে মাঠে নেমে ব্যাট করছে স্বয়ং অর্জুনই। তাই পবন সিংকে পরাজিত করতে তৃণমূল প্রার্থী মদন মিত্র অর্জুন সিং এর বিরুদ্ধেই তোপ দাগছেন এবং প্রশাসনিক হস্তক্ষেপ চাইছেন৷ আর/০৮:১৪/১৪ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2JCa3tD
May 14, 2019 at 05:51AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.