দক্ষিণ আফ্রিকান মুসলিম ক্রিকেটার হাশিম আমলা বলেছেন, রোজা আমাকে ক্রিকেট খেলতে অনেক সাহায্য করে। সবসময়ই রমজান মাসের জন্য অপেক্ষা করি। এটাই বছরের সেরা মাস। শারীরিক অনুশীলনের পাশাপাশি রোজা আত্মিক অনুশীলনও বটে। ২০১১ ও ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে অংশ নেন হাশিম আমলা। দেশের জার্সিতে আরও একটি বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন পাকিস্তানি বংশোদ্ভূত আফ্রিকান এ ক্রিকেটার। পাকিস্তানে জন্ম নেয়া আমলা আফ্রিকায় ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর থেকে ইতিমধ্যে ১৭৪টি ওয়ানডে ম্যাচ খেলেন। একদিনের ক্রিকেটে ২৭টি সেঞ্চুরি ও ৩৭টি ফিফটির সাহায্যে ৭ হাজার ৯১০ রান করেন এ ওপেনার। রোববার দক্ষিণ আফ্রিকার একটি সংবাদমাধ্যমকে ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলতে যাওয়া আমলা আরও বলেন, জাতীয় দলের একাদশে থাকি কিংবা না থাকি, রানের ক্ষুধা সবসময়ই আমার আছে। আর সুযোগ পেলে দলের জয়ে ভূমিকা রাখতে চাই। এই স্কোয়াডের সবাই অনেক অভিজ্ঞ। তাই যেই খেলুক না কেন, সেটা দলের ভালোর জন্যই হবে। ইংল্যান্ড বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেন হাশিম আমলা। দুই ম্যাচে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৫ ও ৫১* রান করেন এ ওপেনার। এমএ/ ০৯:১১/ ২৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VVmIKy
May 27, 2019 at 05:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top