লন্ডন, ২৮ মে- বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেলার কথা বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর। বাংলাদেশের দুইটি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো বৃষ্টির কারণে। আজ (মঙ্গলবার) নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে টাইগাররা। কিন্তু এ ম্যাচেও বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। গত ম্যাচে টস অনুষ্ঠিত না হলেও এই ম্যাচে টস হয়েছে । টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যাট করতে নেমেছে ভারত। মোস্তাফিজুর রহমান বোলিং উদ্বোধন করেন। কিন্তু মাত্র দুই বল খেলা হওয়ার পরই বৃষ্টির কারণে মাঠ ছাড়তে হয় ভারতের দুই ওপেনার রোহিত শর্মা আর শিখর ধাওয়ানকে। বিনা উইকেটে ৪ রান নিয়ে মাঠ ছাড়ে ভারত। ৩০ মে পর্দা উঠবে বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিশ্বকাপে মূল লড়াই শুরু হবে ২ জুন। সেদিন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। এমএ/ ০৪:০০/ ২৮ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WaLjjI
May 28, 2019 at 12:03PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন