কলকাতা, ২৮ মে- ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল পায়নি তৃণমূল কংগ্রেস। এবার রাজ্য নেতারা দলে দলে গিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে শুরু করেছেন। এভাবে তৃণমূল কংগ্রেস নেতাদের নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্বাভাস সত্যি প্রমাণিত হতে চলেছে। মঙ্গলবার বিজেপিতে যোগ দেয়া বেশিরভাগ নেতাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলের। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেয়া নেতাদের মধ্যে তিনজন বিধায়কও রয়েছেন। মমতার দল থেকে বরখাস্ত মুকুল রায়ের ছেলে সুভ্রাংশ রায়ের নেতৃত্বে তারা বিজেপিতে যোগ দেন। ভোটের প্রচারে মোদি পশ্চিমবঙ্গে এসে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেছিলেন, অন্তত ৪০ জন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিতে পা বাড়িয়ে আছেন। নির্বাচনের পরেই তা দেখা যাবে। গত বৃহস্পতিবার ভোটের ফল ঘোষণা করা হলে দেখা গেছে, মোদির বিজেপি ৩০৩ আসনে বিজয়ী হয়েছে। পুরো দেশে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে তারা। তিন বিধায়ক ছাড়াও চার পৌরসভার কাউন্সিলও বিজেপি যোগ দিয়েছেন। এতে চারটি পৌরসভা তৃণমূলের হাতছাড়া হয়েছে। এছাড়া আরও একাধিক নেতা ক্ষমতাসীন দলটিতে যোগ দিয়েছেন বলে খবরে বলা হয়েছে। দিল্লিতে বিজেপির কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই যোগদানের কথা ঘোষণা করা হয়েছে। এতে পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, পশ্চিমবঙ্গের ৪০ বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। আজ সেই দলবদলের প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হয়েছে। পশ্চিমবঙ্গে লোকসভার ৪২টি আসনের মধ্যে বিজেপি ১৮টি আসন পেয়েছে। এখানে গত নির্বাচনে তারা মাত্র ২টি আসন জিতেছিল। লোকসভা নির্বাচনে মমতার ঘাড়ে নিঃশ্বাস ফেলার পর ভারতীয় জনতা পার্টি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ক্ষমতা ছাড়া করার প্রতিজ্ঞার কথা জানিয়েছে। সূত্র: যুগান্তর আর এস/ ২০ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2wr9laW
May 28, 2019 at 05:55PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন