ঢাকা, ০১ মে- দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব করলে আর একমাসেরও কম, ২৯ দিন পর পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরের। তার আগে আয়ারল্যান্ডে তিন জাতি (বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ড) ক্রিকেটে অংশ নেবে মাশরাফির দল। আজ বেলা ১১টার সময় ডাবলিনের পথে যাত্রা শুরু করেছে টাইগাররা। কিন্তু দলের সঙ্গে যাননি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি রওনা দিবেন সন্ধ্যায়। দুদিন আগে বাংলাদেশ বিশ্বকাপ দলে ডাক পাওয়া খেলোয়ারদের ফটোসেশনেও সাকিব ছিলেন না। তার অনুপস্থিতি নিয়ে কম বিতর্ক হয়নি। সাকিব কেন থাকেননি, সেটির সদুত্তর এখনো মেলেনি। তদুপরি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সেই বিতর্কের আগুনে আবার ঘি ঢেলেছেন তাঁর স্ত্রী উম্মে আহম্মেদ শিশির। এই বিতর্কের রেশ না কাটতেই আরেক জল্পনা শুরু। দলের সবার সঙ্গে সাকিবের একই ফ্লাইটে যাচ্ছেন না যাওয়া নিয়ে কানাঘুষা শুরু হয়েছে। অনেকে এ নিয়ে তার সমালোচনাও শুরু করে দিয়েছেন। আসল খবর হল সাকিব আয়ারল্যান্ডে যাচ্ছেন তাঁর পরিবার নিয়ে। এমিরেটসের যে বিমানে আজ সকালে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে, সেটিতে সাকিবের পরিবারের টিকিট পাওয়া যায়নি। শুধু বিশ্বকাপে স্কোয়াডে থাকা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের টিকিট দিয়েছে আইসিসি। অন্যদিকে আয়ারল্যান্ড সফরে অতিরিক্ত যাঁরা দলে ডাক পেয়েছেন, তাদের টিকিট কেটেছে বিসিবি। সে কারণে ফরহাদ রেজাকেও যেতে হয়েছে পৃথক ফ্লাইটে। বিশ্বকাপ স্কোয়াডে না থাকা এই খেলোয়ার গতকালই আয়ারল্যান্ড পৌছে গেছেন। আর পরিবারের জন্য টিকিট না পাওয়া সাকিব আজ সন্ধ্যায় ৭টা ৪০ মিনিটের ফ্লাইটে যাত্রা করবেন। কাতার এয়ারওয়েজের ফ্লাইটে আয়ারল্যান্ডের উদ্দেশে স্বপরিবারে দেশ ছাড়বেন বাংলাদেশ ক্রিকেটের এই নিউক্লিয়াস। প্রসঙ্গত, আয়ারল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে বাড়তি ৪ জনসহ মোট ১৯ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সুত্র : বিডি২৪লাইভ এন এ/ ০১ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2PCZes6
May 02, 2019 at 05:44AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন