ঢাকা, ২৮ মে- নাটক, টেলিছবি, সিনেমার পর এবার ওয়েব সিরিজ নির্মাণে নামলেন প্রশংসিত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। পাফ ড্যাডি নামে একটি থ্রিলার সিরিজ বানাচ্ছেন তিনি বঙ্গ বিডির প্রযোজনায়। ১০ পর্বের এই ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করবেন আজাদ আবুল কালাম। আর পরীমনিকে দেখা যাবে টিনা নামের এক চিত্রনায়িকার চরিত্রে। ১১ মে শুটিং শুরু হলেও ২৩ মে থেকে পাফ ড্যাডির ইউনিটে যুক্ত হন পরী। তিনি জানান, এতে তার চরিত্রের নাম টিনা। অভিনয় করবেন স্বরূপেই, মানে চিত্রনায়িকা হিসেবে। পাফ ড্যাডি ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, সজল, মৌটুসী বিশ্বাস, পীযুষ বন্দোপাধ্যায়সহ ৬২ অভিনয়শিল্পী। সিরিজটি সম্পর্কে এর চিত্রনাট্যকার ও পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেন, এটি পলিটিক্যাল থ্রিলার ঘরানার কাজ। তবে পলিটিক্স এখানে সরাসরি থাকছে না। আছে প্রচ্ছন্নভাবে। ক্ষমতা, আসক্তিসহ বিভিন্ন থ্রিলিং উপাদান রয়েছে এতে। বাজেট বড় পেয়েছি, তাই কাজটির আয়োজনও সেই মাপের। পরী প্রসঙ্গে বলেন, পরীমনির ভেতরে শিল্পীসুলভ একটা পাগলামি আছে, সেটা শিল্পীদের ভেতরে থাকতে হয়। কাজের ক্ষেত্রে খুবই মনোযোগী লেগেছে তাকে। একজন পরিচালকের প্রথম প্রায়োরিটি হলো অন টাইম সেটে উপস্থিত থাকা। তাকে আমরা অন টাইম সেটে পাচ্ছি। সুতরাং একটা ইতিবাচক মানসিকতা নিয়ে প্রতিদিনের শুটিং শুরু হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডির প্রযোজনায় মোট দশ পর্বে সাজানো হবে পাফ ড্যাডিকে। এদিকে গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নজাল মুক্তির পর একেবারেই নিজেকে সামলে নিয়েছেন ঢাকাই ছবির অন্যতম নায়িকা পরীমনি। তখনই বলেছিলেন, আর যেমন খুশি তেমন সিনেমা নয়। ভালো চিত্রনাট্যের সঙ্গে আর আপস নয়। সেই সূত্রে দীর্ঘ সময় নতুন কোনও সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হননি পরী। এর মধ্যে একই নির্মাতার একটি স্বল্পদৈর্ঘ্যে দেখা গেছে তাকে। সম্প্রতি যুক্ত হলেন চয়নিকা চৌধুরীর প্রথম ছবি বিশ্ব সুন্দরীতে। ফাঁকে কাজ করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর টিভিসি ও হিমেল আশরাফের একটি ওয়েব সিরিজে। পাফ ড্যাডি প্রসঙ্গে পরীর বক্তব্য এমন, ওয়েবের জন্য প্রচুর প্রস্তাব আসছে। দুএকটা প্রস্তাবের স্ক্রিপ্ট পড়ার পর মনে হলো, ওয়েব সিরিজ বলতে যে ট্রেন্ড শুনছি সেই খুললাম খুল্লা বিষয়ক একই কাহিনি। নতুন কিছু পাইনি। এরপর বেশ কয়েকটা প্রত্যাখ্যান করেছি। আসলে আমার কাছে ওয়েব সিরিজ মানে স্মার্ট ডিল। যেটা হয়তো সবাই আদায় করতে পারে না। এরপর হঠাৎ মাসুদ হাসান উজ্জ্বলের অফারটি পাই। এরপর প্রোগ্রাম করে আমাদের বসা হয়। কথা হয় এই সিরিজ নিয়ে। মাসুদ হাসান উজ্জ্বলকে আমার কাছে গুড টিচার বলে মনে হয়েছে। বাসায় ফিরে স্ক্রিপ্ট পড়ে পুরোপুরি ভরসা পেলাম। এখন শুটিং করছি। দারুণ কিছুই হবে। জানা গেছে, ঢাকার উত্তরার পাঁচটি শুটিংবাড়িতে আলাদা করে সেট তৈরি করে এর শুটিং হবে। নির্মাতা জানিয়েছেন, একটি নতুন ওয়েব প্ল্যাটফর্মের জন্য পাফ ড্যাডি তৈরি হচ্ছে। এখনো সেই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় নামটি প্রকাশ করতে চাইছেন না তিনি। আর/০৮:১৪/২৮ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2K7f8ud
May 28, 2019 at 08:51AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন