কলকাতা, ১২ মে- মমতা বন্দ্যোপাধ্যায় বললেছেন, নুসরাত জহানের আমার সঙ্গে তফাৎ একটাই। ও দেখতে সুন্দর আর আমি দেখতে সুন্দরী নই। শনিবার হাসনাবাদের প্রচারসভায় বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী নুসরাতকে সঙ্গে নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, নুসরাত আমাদের ঘরের মেয়ে। আমি হিন্দু, নুসরাত মুসলমান। আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওর যা রক্ত, আমারও তাই রক্ত। ওর দুটো চোখ, আমারও দুটো চোখ। ওরও দুটো পা, আমারও দুটো পা। ওরও দুটো হাত, আমারও দুটো হাত। ওরও দুটো কিডনি, আমারও দুটো কিডনি। ওরও একটা লিভার, আমারও একটা লিভার। একটাই পার্থক্য। ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দরী নই। মমতার মুখে এমন কথা শুনে হেসে ফেলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। হাসতে থাকেন শ্রোতারাও। মমতাও হাসেন। হাসতে হাসতেই তিনি বলেন, আরে একটু হাসাতেও তো হয়, তাই না! সব সময় গম্ভীর থাকলে কি হয়? আর এস/ ১২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Hcwwf4
May 12, 2019 at 07:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top