দুর্দান্ত সময় পার করছে পেপ গার্দিওলার শিষ্যরা। এফএ কাপের ফাইনালে ওয়াটফোর্ডকে ৬-০ গোলে গুঁড়িয়ে চলমান মৌসুমে ঘরোয়া ট্রেবল জয় করেছে ম্যানচেস্টার সিটি। প্রথম কোনো দল হিসেবে এক মৌসুমে তিনটি শিরোপা জিতে ইতিহাসই গড়লো তারা। আর এ আনন্দ তরতাজা থাককেই সিটি সমর্থকদের বড় দুঃসংবাদটা দিলেন সিটি অধিনায়ক বেলজিয়ান ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি। জানিয়েছেন, ম্যানচেস্টার সিটির জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। সিটির সঙ্গে দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতি টানলেন। নিজের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে ৩৩ বছর বয়সী সেন্টার ব্যাক বলেন, আমার যাওয়ার সময় হয়ে এসেছ। আমরা দুর্দান্ত একটা মৌসুম শেষ করেছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ যারা আমার এই ভ্রমণে সবসময় সমর্থন জানিয়েছেন। আমি ম্যানচেস্টারের মানুষদের কাছে অনেক ভালবাসা পেয়েছি যা আমার সবসময় মনে থাকবে। কোম্পানি জার্মান ক্লাব হামবার্গার ছেড়ে ইতিহাদে আসেন ২০০৮ সালে। এরপর থেকে দলের নেতা হয়ে উঠেন তিনি। দৃঢ়ভাবে সিটির রক্ষণভাগ সামলানোর পাশাপাশি অধিনায়কের দায়িত্বও সামলেছেন। আর/০৮:১৪/২০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2HtVR4A
May 20, 2019 at 06:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top