কলকাতা, ২৭ মে- ভারতের লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় গত শনিবার সাংবাদিক সম্মেলন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী হিসেবে যে পদত্যাগ করতে চেয়েছিলেন, সে কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু দল যে অনুমতি দেয়নি তাও জানান মমতা। আর মুখ্যমন্ত্রীর এই পদিত্যাগের ইচ্ছাপ্রকাশ নিয়ে রীতিমতো তাকে নিশানা করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বললেন, এসব পুরোটাই নাটক। পশ্চিমবঙ্গে বিপুল ভোটে জয়লাভের মূল কান্ডারি যে তিনি তা বুঝতে রাজনৈতিক বোদ্ধার প্রয়োজন হয় না। সেই মুকুল রায়ের পাখির চোখ যে বিধানসভা নির্বাচন তা তিনি এই রাজ্য থেকে বিজেপির ১৮ আসন জেতার পরই পরিষ্কার করে দিয়েছিলেন। মমতা ব্যানার্জির পদত্যাগ প্রসঙ্গে তাকে একহাত নিলেন মুকুল রায়। তার কথায়,মমতার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ আসলে নাটক। মমতা কখনও মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন না। আর দলের কার কাছেই বা এই পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন? এখানেই থেমে থাকেননি বঙ্গ বিজেপির এই মাস্টার মাইন্ড। তৃণমূলের অস্তিত্বের কথাও বারবার টেনে এনেছেন। তার কথায়, শুধুমাত্র সিপিএম বিরোধীতার জন্যই তৃণমূলের জন্ম। সিপিএম নেই। তৃণমূল কংগ্রেসও বিলুপ্ত হওয়ার পথে। গোটা ভারতব্যাপী বিজেপির এমনতর সাফল্যে মুকুলের বক্তব্য, দেশে আঞ্চলিক দলগুলির শক্তিক্ষয় হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীকে শুধু পদত্যাগের প্রসঙ্গেই নয়। আরও এক কারণে বিঁধে মুকুল বলেন, মুসলিম সম্প্রদায়ের মানুষকে অপমান করেছেন মমতা। এন এ/ ২৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2KcrQaS
May 27, 2019 at 08:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top