ঢাকা, ১৭ মে- চিত্রনায়িকা জলি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জলির। বেশ কয়েকটি ছবিতে কাজ করার পর বেশ আড়ালে চলে যান এই নায়িকা। তবে শুক্রবার তার ফেসবুকে দিলো ভিন্ন এক ইঙ্গিত। নিজের ফেসবুকে গড মেরিড স্ট্যাটাস দিয়েছেন জলি। তার এই স্ট্যাটাসের পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনার। স্ট্যাটাসের কিছুক্ষণ পর বরের সঙ্গেও ছবি পোস্ট করেন জলি। তবে বিয়ের সাজে নয়। সাধারণ যুগল ছবি। সেখানে আংটি পরানোর ছবিও ছিলো। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় জলির সঙ্গে। জলি জানান, বিয়ে হয়নি তার তবে জলি নিকেতনের বাসায় আংটি বদল হয়েছে। বিয়ে করবেন দুই মাস পর। পরিবারই বিয়ের তারিখ চূড়ান্ত করবে বলে জানানএ নায়িকা। প্রসঙ্গত ২০১৬ সালে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ওয়াজেদ আলী সুমন পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র অঙ্গার এ অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় জলির অভিষেক ঘটে। পরবর্তীতে মেয়েটি এখন কোথায় যাবে ছবিটিও মুক্তি পায় জলির। অনন্য মামুন পরিচালিত ফোন এক্স নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। এমএ/ ০৫:৩৩/ ১৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2JKX3BP
May 17, 2019 at 01:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top