কলকাতা, ০৬ মে- ৬মে রাজ্যে একাধিক হাই ভোল্টেজ আসনে লড়াই দেখতে চলেছে রাজ্য। বারাকপুর থেকে হুগলি, বনগাঁ থেকে শ্রীরামপুর, একাধিক আসনে পঞ্চমদফার ভোটে ভাগ্য পরীক্ষার মুখোমুখী এরাজ্যের প্রার্থীরা। এবারের দফায় অর্জুন সিং, দীনেশ ত্রিবেদি, কল্যান বন্দ্যোপাধ্যায়, মমতাবালা ঠাকুর, শান্তনু ঠাকুর, লকেট চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন ভোটের কুরুক্ষেত্রে। তার আগে দেখে নেওয়া যাক, বাংলা থেকে পঞ্চমদফা ভোটে কোটিপতি প্রার্থীদের তালিকায় কারা রয়েছেন কারা। নির্বাচনী হলফনামাতে তাঁদের জানানো সম্পত্তির পরিমাণ কত দেখে নেওয়া যাক। পঞ্চমদফায় বাংলায় যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাঁদের দেওয়া হলফনামা থেকে দেখা যাচ্ছে তৃণমূলের টিকিটেই বেশি ধনী প্রার্থী লড়ছেন। সব থেকে ধনী প্রার্থী হলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সব থেকে ধনী প্রার্থী হচ্ছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমান ১৭ কোটি ৬০ লক্ষ টাকা। ২০১৪ সালের পরে পাঁচ বছরে তাঁর সম্পত্তির পরিমাণ বৃদ্ধির হার ৯৮ শতাংশের কাছাকাছি। দ্বিতীয় স্থানে আছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমান ৬ কোটি ৬২ লক্ষ টাকা। কোটিপতির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তৃণমূলের আরও এক ধনী প্রার্থী হুগলির রত্না দে। তাঁর সম্পত্তির পরিমান ৩ কোটি ৪৭ লক্ষ টাকার কাছাকাছি। বিজেপির সব থেকে ধনী প্রার্থী হলেন লকেট চট্টোপাধ্যায়। অভিনেত্রী তথা নেত্রীর সম্পত্তির পরিমান ৩ কোটি ৫৬ লক্ষ টাকা। পঞ্চম পর্বে বাংলায় সিপিএমের যে-দুজন প্রার্থী কোটিপতি, তাঁরা হলেন উলুবেড়িয়া কেন্দ্রের মাকসুদা খাতুন এবং আরামবাগের শক্তিমোহন মালিক। মাকসুদার সম্পত্তির পরিমাণ এক কোটি ২৫ লক্ষ টাকার কাছাকাছি। শক্তিমোহনের প্রায় এক কোটি চার লক্ষ। সূত্র: kolkata24x7 আর এস/ ০৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2vD7vmN
May 06, 2019 at 06:22PM
06 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top