ডাবলিন, ১৫ মে- আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় পাওয়ার কারণে মিডল অর্ডারের ব্যাটসম্যানদের মাঠে নামতে হয়নি। নিজেদের দ্বিতীয় ম্যাচে আইরিশদের বিপক্ষে ম্যাচটির পরিত্যাক্ত হওয়ার ফলে ওই দিন তো ব্যাট করার সুযোগ হয়নি কারোরই। তৃতীয় ম্যাচ উইন্ডিজের বিপক্ষের ম্যাচে ২৪৮ রানরে লক্ষে ব্যাট করতে নেমে তামিম, সৌম্য, সাকিব, মিঠুন, মুশফিক ও মাহমুদুউল্লাহরাই জয়ের পথ দেখিয়ে দিয়েছে তাই এদিনও ব্যাট করার দরকার হয়নি সাব্বির ও মিরাজদের মতো ব্যাটসম্যনদের। যদিও এদিন সাব্বির ব্যাটিংয়ে নামতে পারলেন শেষ দিকে। তখন অবশ্য কিছু করার সুযোগ পেলেন না। স্ট্রাইক পেলেন দলের জয় ধরা দেওয়ার মুহূর্তে। কিন্তু শেলডন কটরেল ওয়াইড বল করায় ব্যাটে-বল ছোঁয়ানোই হলো না। শূন্য বলে অপরাজিত শূন্য। মূলত বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। কিন্তু সাব্বিরের ম্যাচ অনুশীলন সেভাবে হলোই না এখনও পর্যন্ত। দুটি ম্যাচেই দল জিতেছে অনায়াসে। সাব্বির খুশি তাতেই। সাব্বির বলেন, ব্যাটিং পাচ্ছি না, এটা তো দারুণ ইতিবাচক দিক। টপ অর্ডার ব্যাটসম্যানরা শেষ করে দিচ্ছে কাজ। বিশ্বকাপের আগে এটি খুব ভালো দলের জন্য। খুব ভালো ইঙ্গিত। তিনি আরো বলেন, ম্যাচ প্র্যাকটিস হচ্ছে না সেভাবে। তবে আমার প্র্যাকটিসের জন্য যদি ম্যাচে ব্যাটিং চাই, তাহলে তো সেটা ভালো কিছু হলো না। আমার যেটা করণীয়, প্র্যাকটিস যতটা করার, সেসব করছি। সম্পৃক্ত থাকাটা, চেষ্টা করছি। অনুশীলন করছি। ম্যাচে যেভাবে সম্পৃক্ত থাকা যায়, সেভাবে অনুশীলনের চেষ্টা করছি। প্রস্তুতি ম্যাচে ৫ ওভারে ৩৫ রান দেওয়ার পর ত্রিদেশীয় সিরিজে আর বোলিংও পাননি সাব্বির। তবে জানালেন, অধিনায়ক বল হাতে তুলে দিলে তিনি প্রস্তুত যে কোনো সময়। তারভাষ্য, বোলিং সবসময় অনুশীলন করছি। ম্যাচে সুযোগ হচ্ছে না। সুযোগ পেলে, যদি অধিনায়ক মনে করেন দরকার, তাহলে আমি প্রস্তুত। আর/০৮:১৪/১৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/30m7DFd
May 15, 2019 at 06:42AM
15 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top